পৃথিবী ও সূর্য (তথ্য)

 পৃথিবী ও সূর্য (তথ্য)

✪ মোট সার্ফেস এশিয়া: ৫১০,১০০,৫০০ বর্গকিমি।
✪ মোট জমির পরিমাণ: ১৪৮,৯৫০,৮০০ বর্গকিমি।
✪ মোট জলের পরিমাণ: ৩৬১,১৪৯,৭০০ বর্গকিমি।
✪ রাসায়নিক সংগঠন: অক্সিজেন ৪৬.৫%, সিলিকন ২৭.৭২%, অ্যালুমিনিয়াম ৮.১৩%, লোহা ৫.০১%, ক্যালসিয়াম ৩.৬৩%, সোডিয়াম ২.৮৫%, পটাশিয়াম ২.৬২%, ম্যাগনেসিয়াম ২.০৯%।
সূর্য(তথ্য)
.
✪ পৃথিবী থেকে গড় দূরত্ব: ১৪৯৫৮৯০০০কিমি।
✪ তাপমাত্রা(আউটার সার্ফেস): ৬০০০ডিগ্রি সেন্টিগ্রেড।
✪ ডায়ামিটার: ১৩৯১৯৮০কিমি।
✪ সূর্যকিরণের গতিমাত্র: ৩০০০০০কিমি/সে।
✪ সূর্যকিরণ পৃথিবীতে এসে পৌছায়: ৪৯৯ সেকেন্ডে।
✪ বয়স: আনুমানিক ৫ বিলিয়ন বছর।
✪ আয়ু: আনুমানিক ১০ বিলিয়ন বছর।
✪ রাসায়নিক সংগঠন: হাইড্রোজেন ৭১%, হিলিয়াম ২৬.৫%, অন্যান্য ২.৫%।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ