প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ১০০টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর
Primary exam 2020
#পর্ব–০৫ (নভেম্বর মাস)
১। সম্প্রতি মহাকাশে যে উল্কাবৃষ্টি হচ্ছে বিজ্ঞানীরা এর কি নাম দিয়েছে?
→লিওনিড উল্কাবৃষ্টি
→সিংহ বা লিও ছায়াপথ থেকে উৎপত্তি হয়েছে এই উল্কার। তাই এই উল্কার নাম লিওনিড
→এই উল্কার মধ্যে আছে ‘ফায়ারবল’ এবং ‘আর্থগেজার’ উল্কা।
→গতি সেকেন্ড প্রতি ৭১ কিলোমিটার
→প্রতি ৩৩ বছর লাগে টেম্পল–টাটল ধুমকেতুর সূর্যকে প্রদক্ষিণ করতে
→পুরো নভেম্বর মাস জুড়ে দেখা যাবে এই মহাজাতিক দৃশ্য
২। এখন থেকে গ্রামীণফোনের মোবিলিটি ও আইসিটি সল্যুশন ব্যবহার করবে কয়টি প্রতিষ্ঠান?
→ছয়টি প্রতিষ্ঠান
৩। ফ্রিল্যান্সিং শিল্পে বাংলাদেশ বিশ্বে কততম?
→দ্বিতীয়
৪। সম্প্রতি কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী ও সেখানকার স্থানীয়দের সহায়তায় বিশ্বব্যাংকের সঙ্গে কত কোটি ডলার অনুদান চুক্তি সই করেছে সরকার?
→১০ কোটি ডলার
৫। সম্প্রতি মার্কিন সাপ্তাহিক ‘পিপল’ ম্যাগাজিন কাকে বিশ্বের সবচেয়ে সেক্সি পুরুষ বা ‘সেক্সিয়েস্ট ম্যান এলাইভ’ নির্বাচিত করে?
→মাইকেল বি. জর্ডান
→২০১৮ সালে মুক্তি পাওয়া ফিল্ম ‘ব্ল্যাক প্যান্থার’-এ অভিনয় করে তিনি।
৬। 'কারাকোল লেক' কোন দেশে অবস্থিত?
→কাজাখস্তানে
৭। সংসদে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল-২০২০ পাস হয় কবে?
→১৯ নভেম্বর ২০২০
→বিলটি সংসদে উত্থাপন হয় ৮ নভেম্বর
৮। পৌরসভায় প্রথম ধাপের ভোট কোন সিস্টেমে হবে?
→ইভিএমের মাধ্যমে
৯। সম্প্রতি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহী ফিনিশ কোম্পানিগুলো কোন দেশের?
→ফিনল্যান্ডের
১০। আধুনিক ইতিহাসের সর্বোচ্চ বিক্রিত প্রেসিডেন্টের আত্মজীবনিমূলক বই হওয়ার পথে কোন বইটি?
→ওবামার ‘অ্যা প্রমিজ ল্যান্ড
১১। বর্তমান দেশের জনসংখ্যার কত শতাংশ মৌলিক স্যানিটেশনের আওতায় রয়েছে?
→৪৮ শতাংশ
→স্যানিটেশন ও ক্লাইমেট ভালনারেবিলিটি ইনডেক্স র্যাংকিংয়ে ১৮১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৩৬তম
১২। কত সাল থেকে ষষ্ঠ শ্রেণি থেকে মাধ্যমিকের সব ক্লাসে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।
→২০২২ সাল থেকে
→২০২১ সালে হওয়ার কথা ছিল কিন্তু হবে না
১৩। মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জাতীয় সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০২০’ পাস হয়েছে কবে?
→১৯ নভেম্বর, ২০২০
→বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন আ ক ম মোজাম্মল হক
১৪।' ডলস হ্যানয় গোল্ডেন লেক 'নামের হোটেল কোন দেশে অবস্থিত?
→ভিয়েতনামে [ রাজধানী হ্যানয় ]
→হোটেলের লবি, সিলিং থেকে টয়লেটের কমোড সবই ২৪ ক্যারেট সোনা দিয়ে মোড়ানো।
→হোটেলটি নির্মাণে সময় লেগেছে ১১ বছর
১৫। সম্প্রতি ষষ্ঠ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে কোথায়?
→চীনে
১৬। সম্প্রতি দেশের মাদক উদ্ধারে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরের দল বা ডগ স্কোয়াড সংযোজিত হতে যাচ্ছে কোথায়?
→নারকোটিক্সে
১৭। সম্প্রতি অর্থ পাচারের ওপর কত শতাংশ শুল্ক-ভ্যাট বসানো হলো?
→৫০ শতাংশ
→বর্তমানে বিদেশে ৮০ শতাংশ অর্থ পাচার হয়।
১৮। সম্প্রতি কোথায় বাংলাদেশ দূতাবাসে বেপজা ও ইউবিএফের মধ্যে ল্যান্ডলিজ চুক্তি স্বাক্ষরিত হয়?
→জার্মানির রাজধানি বার্লিনে
→১৮ নভেম্বর ২০২০
→উদেশ্য আদমজী ইপিজেডে গার্মেন্টস কারখানা স্থাপনা
১৯। বর্তমানে দেশের মোট ভূমির প্রায় কত শতাংশ চরভূমি ?
→১০ শতাংশ
২০। বর্তমানে ভারতীয় হাইকমিশনার কে?
→ বিক্রম কুমার দোরাইস্বামী
২১। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের নাম কি?
→ইতো নাওকি
২২। সম্প্রতি ২০২০ সালে বাংলাদেশের কে বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় নাম ওঠালেন?
→জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন
→তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্স কর্তৃক জুনিয়র ও সিনিয়র গ্রুপে স্বর্ণপদক লাভ করেন
→তিনি জার্মানি থেকে অতি সম্মানজনক ‘ব্যাসেল রিসার্চ এ্যাওয়ার্ড’ পাওয়ার গৌরব অর্জন করেন।
→ঢাকা জেলার ধামরাই উপজেলার জালসা গ্রামে অধ্যাপক মামুনের জন্ম।
২৩। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত কে?
→রাবাব ফাতিমা
২৪। সম্প্রতি বঙ্গবন্ধু টি-২০ কাপে রাজশাহীর থিম সং কে গাইলেন?
→ ক্লোজআপ তারকা কিশোর দাশ
→গত বছর বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের থিম সংটি তার লেখা ছিল।
২৫। ২০২২ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপের আসর কোথায় হবে?
→নিউজিল্যান্ডে
২৬। ২০২০ ও ২০২১ সালের জন্য ওয়ালটনকে ‘সুপারব্র্যান্ড’ সম্মাননা দিয়েছে কে?
→লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা সুপারব্রান্ডস
→সুপারব্র্যান্ডস বিশ্বের সর্বত্র ব্র্যান্ডের বিচারক সংস্থা। →১৯৯৪ সাল থেকে সংস্থাটি বিশ্বের ৯০টি দেশে ব্র্যান্ডিংয়ে কাজ আসসে।
২৭। পল্লী উন্নয়ন একাডেমি কিধরণের সংস্থা?
→একটি স্বায়ত্তশাসিত সংস্থা
→যা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দ্বারা পরিচালিত হয়।
→পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ায় অবস্থিত।
→(আরডিএ) এর বর্তমান মহাপরিচালক হলেন খলিল আহমদ
২৮। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ কয় খন্ডে প্রকাশিত হয়েছে?
→১০ খণ্ড
→বিপুল চাহিদার কারনে ৫০% ডিসকাউন্ট মূল্যে প্রাক-প্রকাশনা বিক্রয়ের সময় ৩০শে নভেম্বর ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
২৯। সম্প্রতি (আইসিসি) প্রকাশিত একজন ক্রিকেটার কোনো ম্যাচে কিংবা টুর্নামেন্টে খেলতে হলে তার ন্যূনতম কত বছর হতে হবে?
→১৫ বছর
৩০। সম্প্রতি বাংলাদেশের সাথে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) করতে যাচ্ছে কোন দেশ?
→ভুটান
→৬ ডিসেম্বর বাংলাদেশ-ভুটানের মধ্যে এই মুক্তবাণিজ্য চুক্তি হতে যাচ্ছে।
→বর্তমানে বাংলাদেশের সঙ্গে ১৯৮টি দেশের বাণিজ্য রয়েছে।
→৭১টি দেশের সঙ্গে রয়েছে বাণিজ্য ঘাটতি।
→বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বিপক্ষীয় বাণিজ্য হয়
চীনের সঙ্গে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন