১৬ তম শিক্ষক নিবন্ধন (NTRCA) লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের

 ১৬ তম শিক্ষক নিবন্ধন (NTRCA) লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের

অভিনন্দন
!
ভাইভা নিয়ে তেমন চিন্তা করবেননা!
ভাইভাতে আপনার কাগজপত্র দেখার পাশাপাশি
১২/১৪ টা প্রশ্ন করবে সাবজেক্ট রিলেটেড! কাগজপত্র ঠিক থাকলে, খুব বাজেভাবে উত্তর করা থেকে বিরত থাকলে পাস করিয়ে দেয়।









#নিম্নোক্ত কাগজপত্র রেডি রাখতে পারেন ....
১. একাডমিক সার্টিফিকেট +মার্কশীট মূল কপি।
২. নিবন্ধন পরীক্ষার আবেদনের মূল কপি।
৩. প্রিলি, লিখিত ও ভাইভার এডমিট কার্ড মূল কপি
৪. এনআইডি কার্ড (কোন ঝামেলা থাকলে এখনই মিটিয়ে ফেলুন, গতবার এটার জন্য অনেকেই ভাইভা ফেল করেছে)।
৫. চেয়ারম্যান সার্টিফিকেট
৬. উপরের সকল ডকুমেন্টসের ফটোকপি (দুই সেট করে)।
৭. চার/পাঁচ কপি রঙিন ছবি
#ভাইভা প্রস্তুতিঃ ভাইভা ২০ নম্বরের।
একাডেমিক রেজাল্ট এর জন্য ১২ নম্বর (প্রতিটা ফার্স্ট ক্লাসের জন্য ৪ নম্বর করে) , ও অন্যান্য উপিস্থিতি, উপস্থাপনার জন্য ৮ নম্বর।
১. নিজের সম্পর্কে জেনে যাবেন। নিজের নাম,নামের অর্থ, পিতা,মাতার নাম। কলেজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে যাবেন।
২. নিজের বিষয়ের ওপর যথেষ্ট প্রস্তুতি নিবেন। যেকোন বিষয় বা লেখকের গুরুত্ব দিন। চয়েজ দিতে পারে।
৩. বোর্ডে /ছাত্রদের কিভাবে পড়াবেন তার প্রস্তুতি নিবেন। দাঁড়িয়ে শিক্ষার্থীদের কিভাবে ক্লাস নিবেন তা জিজ্ঞেস করবে।
৪. মুক্তিযুদ্ধ /মুক্তিযোদ্ধাদের বিষয়ে জেনে যাবেন।
৫. এন আইডিতে সমস্যা থাকলে, যথাযথ উত্তর রেডি করে যাবেন।
৬. কোন অবস্থাতেই বাড়াবাড়ি করা যাবেনা (ওখানে একজন সরকারি কর্মকর্তা, একজন সরকারি স্কুল কলেজের শিক্ষক এবং একজন সচিব পর্যায়ের ব্যক্তি থাকবেন যারা অত্যন্ত পারদর্শী, প্রায় সবকিছুই জানেন )।
বিঃদ্রঃ ভাইভা শুরু হতে হতে মাস/দেড় মাস লাগে!
এবার করোনা পরিস্থিতি, তাই একটু এদিক ওদিক হবে হয়তো!
রিটেনে যারা বেশি নম্বর পেয়েছেন আপনারা আপনার উপজেলায় অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন! আসল বিষয় রিটেনের নম্বর!
আপনি চাইলে রিটেনে কত পেয়েছেন সেটা জেনে নিতে পারবেন আপনার জেলার 'জেলা শিক্ষা অফিস' থেকে (ফাইনাল রেজাল্টের পর)।
অভিনন্দন
!
ভাইভা নিয়ে তেমন চিন্তা করবেননা!
ভাইভাতে আপনার কাগজপত্র দেখার পাশাপাশি
১২/১৪ টা প্রশ্ন করবে সাবজেক্ট রিলেটেড! কাগজপত্র ঠিক থাকলে, খুব বাজেভাবে উত্তর করা থেকে বিরত থাকলে পাস করিয়ে দেয়।
#নিম্নোক্ত কাগজপত্র রেডি রাখতে পারেন ....
১. একাডমিক সার্টিফিকেট +মার্কশীট মূল কপি।
২. নিবন্ধন পরীক্ষার আবেদনের মূল কপি।
৩. প্রিলি, লিখিত ও ভাইভার এডমিট কার্ড মূল কপি
৪. এনআইডি কার্ড (কোন ঝামেলা থাকলে এখনই মিটিয়ে ফেলুন, গতবার এটার জন্য অনেকেই ভাইভা ফেল করেছে)।
৫. চেয়ারম্যান সার্টিফিকেট
৬. উপরের সকল ডকুমেন্টসের ফটোকপি (দুই সেট করে)।
৭. চার/পাঁচ কপি রঙিন ছবি
#ভাইভা প্রস্তুতিঃ ভাইভা ২০ নম্বরের।
একাডেমিক রেজাল্ট এর জন্য ১২ নম্বর (প্রতিটা ফার্স্ট ক্লাসের জন্য ৪ নম্বর করে) , ও অন্যান্য উপিস্থিতি, উপস্থাপনার জন্য ৮ নম্বর।
১. নিজের সম্পর্কে জেনে যাবেন। নিজের নাম,নামের অর্থ, পিতা,মাতার নাম। কলেজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে যাবেন।
২. নিজের বিষয়ের ওপর যথেষ্ট প্রস্তুতি নিবেন। যেকোন বিষয় বা লেখকের গুরুত্ব দিন। চয়েজ দিতে পারে।
৩. বোর্ডে /ছাত্রদের কিভাবে পড়াবেন তার প্রস্তুতি নিবেন। দাঁড়িয়ে শিক্ষার্থীদের কিভাবে ক্লাস নিবেন তা জিজ্ঞেস করবে।
৪. মুক্তিযুদ্ধ /মুক্তিযোদ্ধাদের বিষয়ে জেনে যাবেন।
৫. এন আইডিতে সমস্যা থাকলে, যথাযথ উত্তর রেডি করে যাবেন।
৬. কোন অবস্থাতেই বাড়াবাড়ি করা যাবেনা (ওখানে একজন সরকারি কর্মকর্তা, একজন সরকারি স্কুল কলেজের শিক্ষক এবং একজন সচিব পর্যায়ের ব্যক্তি থাকবেন যারা অত্যন্ত পারদর্শী, প্রায় সবকিছুই জানেন )।
বিঃদ্রঃ ভাইভা শুরু হতে হতে মাস/দেড় মাস লাগে!
এবার করোনা পরিস্থিতি, তাই একটু এদিক ওদিক হবে হয়তো!
রিটেনে যারা বেশি নম্বর পেয়েছেন আপনারা আপনার উপজেলায় অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন! আসল বিষয় রিটেনের নম্বর!
আপনি চাইলে রিটেনে কত পেয়েছেন সেটা জেনে নিতে পারবেন আপনার জেলার 'জেলা শিক্ষা অফিস' থেকে (ফাইনাল রেজাল্টের পর)।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ